মিড ডে মিল কর্মী ইউনিয়নের সভা,ডোমজুড়

 




  সম্প্রতি 'স্কীম ওয়ার্কারদের' মধ্যে আশা ও আইসিডিএস কর্মীরা লাগাতার আন্দোলন সংগঠিত করে-  বেতন বৃদ্ধি, অবসরকালীন ভাতা ছাড়াও কিছু দাবি আদায় করেছে। অথচ মিড-ডে মিল কর্মীদের জন্য  বিশেষ কোন বার্তা নেই। 



এমতাবস্থায় 'সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের' হাওড়া জেলার  পাঁচলা ব্লকের মিড-ডে-মিল কর্মীদের উদ্যোগে  জুজারশা ধর্মতলা প্রাথমিক বিদ্যালয়ে ৩১শে ডিসেম্বর একটি সভা হয়। জেলার  মিড-ডে মিল কর্মীরা তাদের বঞ্চনা ও দুর্দশার কথা কথা তুলে ধরেন । আগামী ২৮শে জানুয়ারি,২০২০ কলকাতায়  রাজভবন অভিযানের আহ্বান জানিয়ে  বক্তব্য রাখেন সারাবাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের হাওড়া জেলা সংগঠক মৌসুমী আদক ও বিশ্বনাথ শাসমল।  



 এছাড়াও বক্তব্য রাখেন  শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি সংগঠক নিখিল বেরা। এই সভা থেকে  মমতা পাত্রকে সভানেত্রী , কনিকা সাঁতরাকে সম্পাদিকা ও লক্ষ্মী হাজরাকে কোষাধ্যক্ষ করে মিড-ডে-মিল ইউনিয়নের একটি কমিটি গঠিত হয় ।  এই কমিটি আগামী দিনে আরও বৃহত্তর সংগঠন গড়ে তোলার শপথ নেয়।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com