বেডসের বীরভূম জেলা সম্মেলন শান্তিনিকেতনে।




বেঙ্গল এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশানের প্রথম বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় শান্তিনিকেতনের টাউন লাইব্রেরী হলে। জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যমেই সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মৎস্য মন্ত্রী, চন্দ্রনাথ সিংহ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মাননীয়া সবুজকলি সেন, বোলপুর কলেজের অধ্যক্ষ নুরসাদ আলী, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট  শিক্ষক আবু সিদ্দিক খান, উক্ত সংগঠনের রাজ্য সম্পাদক সাজাহান মন্ডল, সভাপতি আমিন ইসলাম, সহ সম্পাদক, আলফাজ হোসেন, শান্তিনিকেতন থানার ও.সি  মাননীয়া কস্তুরী মুখার্জি, বেডসের বীরভূম জেলার সভাপতি, প্রাক্তন প্রধান শিক্ষক মীর  আহসান আলী, নুরুল হুদা, মোহাম্মদ আলী ও মোহাম্মদ মহসিন প্রমুখ। সম্মেলনে প্রতিনিধিদের উপস্থিত চোখে পড়ার মতো ছিল। বীরভূম জেলার বিভিন্ন ব্লকের প্রতিনিধিসহ অন্যান্য জেলার দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন যেমন  সমাজকর্মী মোশারাফ মোল্লা, কাইচ খান, আইনুল হক, নাজিরা খাতুন, দীপা ঘোষ, ইন্দ্রানী দত্ত প্রমুখ। 



মাননীয় মন্ত্রী, বেডসের কাজকর্মকে ভূয়সী প্রশংসা করে বলেন সমাজে নানা স্তরে দলমত নির্বিশেষে মানুষের পাশে থেকে মানুষের জন্য আরো বেশি করে কাজ করতে হবে।  মাননীয় উপাচার্য তিনি শিক্ষা বিষয়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন, দীর্ঘ ৯ মাস করোনা আবহে ছাত্র - শিক্ষকের সম্পর্কে বিঘ্নীত ঘটছে। ছাত্র শিক্ষকের সম্পর্ক একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। দিনদিন  তাতে মরিচা পড়ছে আমরা ব্যাথিত। ছাত্র-ছাত্রীদের কেবলমাত্র অনলাইনের মাধ্যমে পড়াশোনা ও সুন্দর আচরণ গঠনে পূর্ণতা পাচ্ছে না। আমরা শীঘ্রই ছাত্র শিক্ষক ও বিদ্যালয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক আর কিছুদিনের মধ্যে দেখতে পাবো সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। সিরাত সম্পাদক, আবু সিদ্দিক খান বলেন, বেডস রাজ্যজুড়ে নানা কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করছে  বেশ কয়েকবছর,বিশেষ করে   শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিচর্চা এবং সেবামূলক কাজে দৃষ্টান্ত রাখছে। আগামী দিন রাজ্যের বাইরেও কাজ করবে এ বিশ্বাস আমাদের সকলের আছে। সংগঠনের রাজ্য সম্পাদক শাহজাহান মন্ডল বলেন, প্রায় শতাধিক প্রতিনিধি আজকের জেলা সম্মেলনে উপস্থিত হন জেলার নেতৃত্তদের সম্মাননা প্রদান, 15 জন কৃতী ছাত্রছাত্রীদের সম্মান, স্বরচিত কবিতা  ও নিত্য পরিবেশন করা হয়। সংগঠনের 21 দফা কর্মসূচি পাঠ করা হয় এবং
জেলা সম্মেলনে বীরভূম জেলা কমিটি পূর্বের কমিটিতে বহাল থাকে।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com