গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে প্রায় ১৮ লাখ টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা। সোমবার রাতে ঘটনাটি ঘটে বাগনানের বাইনান এলাকায়। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণ কারীদের প্রথম নজরে আসে বিষয়টি। তারপরেই খবর দেওয়া হয় বাগনান থানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাগনানের বাইনান বড়পোল এলাকায় রয়েছে একটি ব্যাঙ্ক অফ বরোদার শাখা। ব্যাঙ্কের পাশেই রয়েছে এটিএম টি। স্থানীয়রা এদিন সকালে এটিএম মেশিনের নিচের অংশের সামনের দিকটা কাটা দেখতে পান। তাদের মারফৎ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে দুষ্কৃতীরা এটিএম মেশিন কেটে টাকা লুট করে পালিয়েছে। মেশিনের গায়ে কালো দাগ রয়েছে ঝলসে যাওয়ার। পুলিশের প্রাথমিক অনুমান এটা কোন দক্ষ ডাকাত দলের কাজ। তারা গ্যাস কাটার দিয়ে মেশিনের নীচের অংশ কাটে। তারপর সেখানে থাকা টাকা নিয়ে চম্পট দেয়। পুলিশ জানিয়েছে রাত্রি একটা থেকে দুটোর মধ্যে এই অপারেশন করেছে দলটি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মাত্র 12 মিনিটের মধ্যে তারা এই মেশিন কাটা এবং সেখান থেকে টাকা লুট করে নেওয়ার ঘটনা ঘটিয়েছে। জনা চারেক এই অপারেশনে অংশ নিয়েছিল। তবে এই ঘটনার সঙ্গে বাইরের কোন দল নাকি স্থানীয় কারো সংযোগ রয়েছে সেটা নিয়ে পুলিশ তদন্ত করছে।