উলুবেড়িয়াঃ বাগনান নিজস্ব সংবাদদাতা-
ট্রেনের ধাক্কায় এক যুবতীর মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে দক্ষিন পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার বাগনান স্টেশনে।
মঙ্গলবার বাগনান স্টেশনে বেলা এগারোটা আটত্রিশ মিনিটে। প্রত্যক্ষদর্শিরা বলেন, বছর তিরিশের ওই যুবতী বাগনান স্টেশনের দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে দাঁড়িয়েছিলেন। এই সময় আপ যশবন্তপুর এক্সপ্রেস বাগনান থেকে পাশ করছিল। সেই সময় তিন নম্বর প্লাটফর্মে কাছে দাঁড়িয়ে থাকা যুবতী পড়ে যান সম্ভবত ট্রেনের ধাক্কায় তার প্লাটফর্মে পড়েই মৃত্যু ঘটে । ট্রেনের ধাক্কায় ওই যুবতী পড়ে গেলেন,না আত্মহত্যা করলেন তা জি আর পির আধিকারিকরা তদন্ত করে দেখছেন।
উলুবেড়িয়া জিআরপির ইন্সপেক্টর ইনচার্জ পরিমল গোস্বামী বলেন, ওই যুবতীর মঙ্গলবার রাত পর্যন্ত কোন পরিচয় পাওয়া
যায়নি ।