ইমামেরা বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন




মালদা,  ২০ সেপ্টেম্বর । 

উত্তরবঙ্গে এই প্রথম সর্ববৃহৎ একযোগে প্রায় দুই ইমাম মোয়াজ্জেম এবং ইমামেরা বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। আর তাদের হাতে সম্মানের সহিত দলীয় ঝান্ডা তুলে দিলেন চাচোল মহকুমার রতুয়া ১ ব্লকের তৃণমূল নেতৃত্ব। রবিবার রতুয়া স্টেডিয়াম এলাকার মাঠে বিশাল একটি জনসভার মাধ্যমে এই যোগদান কর্মসূচি পালিত হয়। এই অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিল ইত্তেহাদুল আয়েমমা এন্ড মোয়াজ্জেম সেবা সমিতি কর্তৃপক্ষ। 



এদিনের এই যোগদান কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন রতুয়া ১ ব্লক কমিটির সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন শেখ। ছিলেন স্থানীয় ইমাম আব্দুস সামাদ , মোজাম্মেল হক সহ অন্যান্যরা।এদিন রতুয়া ১ এবং ২ ব্লকের প্রায় দুই হাজার ইমাম, মুয়াজ্জেমদের পাশাপাশি আরও দুই হাজার বিরোধী দলের কর্মী, সমর্থকেরা তৃণমূলে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় ঝান্ডা তুলে দেয় স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিন শেখ।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com