উমর খালিদের মুক্তির দাবিতে ওয়েলফেয়ার পার্টি,






মালদা: 

উমর খালিদের মুক্তির দাবিতে মালদায় আন্দোলনের নামল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। এই মর্মে শুক্রবার সকালে সংগঠনের পক্ষ থেকে মালদা শহর জুড়ে এক মিছিলের আয়োজন করা হয়েছিল। 
মিছিল এসে শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে।সেখান বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করার পর জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com