কলকাতা আজ লন্ডন হয়েছে-
দিল্লি হয়েছে রোম,
সাতাশে আইন চলছে হেথায়-
দুই দিকে দুই যোম।
মিথ্যা দিয়ে ঘন্ট রাঁধে,
ধর্ম দিয়ে স্যুপ-
বুদ্ধিজীবীরা ঘুরতে গেছেন,
বিপ্লবীরা চুপ।
রাণী তুঘলক-রাজা তালিবান,
দুজনেরই পুঁজি ভয়,
নন্দী-ভৃঙ্গীর চলছে নৃত্য,
চারিদিকে শুধু ক্ষয়।
নিরাশায় ডুবে ক্লান্ত পথিক,
খোঁজে সঠিক পথ,
শীত ঘুমে গেছে ছাত্রযুবরা-
(যেনো) গুটির মধ্যে মথ।
কাঁদছে শ্রমিক-কাঁদছে চাষি,
কাঁদছে বেকার বসে,
কন্ঠ ছেড়ে হালটা ধরো,
পালটা ধরো কষে।
প্রতিবাদীরা জেলের মধ্যে,
বিজ্ঞানী থেকে কবি,
শীতঘুম ঝেড়ে মোদের পাশে,
একবার দাঁড়াও রবি।