মহাম্মদ নুর হোসেন জমাদার,
প্রতিবেদক, এবি বঙ্গনিউস,
এ পৃথিবী ছেড়ে চলে গেলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিশিষ্ট রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায়,বয়স হয়েছিলো ৮৪ | ভারত আবার একটি বিশিষ্ট ব্যক্তিকে হারালো |
তিনি ছিলেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি |১১ই ডিসেম্বর ১৯৩৫ সালে এই বিশিষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় | কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কলা বিভাগে উচ্চ শিক্ষা ও অর্জন করেছিলেন তিনি | ছাত্ররাজনীতি দিয়েই শুরু হয় তার জীবন | পোস্টম্যানের চাকরি দিয়ে জীবন শুরু, কিছুদিন সাংবাদিকতা ও শিক্ষকতা সঙ্গে যুক্ত ছিলেন প্রথম জীবনে |
তারপর পাকাপাকিভাবে রাজনীতিতে প্রবেশ করেন | মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন ভারতীয় জাতিয় কংগ্রেসের একজন একনিষ্ঠ যোদ্ধা | তিনি বহু বছর ধরে ভারতের পার্লামেন্টের সদস্য ছিলেন, এছাড়াও দেশের অনেক গুরুত্বপূর্ণ পদ ও তিনি সামলেছেন | অর্থমন্ত্রী, বিদেশ মন্ত্রী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদ সহ অনেক উল্লেখযোগ্য পদ তিনি নিষ্ঠার সঙ্গে সামলেছেন | তিনি ভারতের ১৩ তম রাষ্ট্রপতি ও ছিলেন | আধুনিক ভারত গড়ার পেছনে তার অসামান্য অবদান রয়েছে | আজ তাঁর প্রয়াণে গোটা দেশে যেন শোকের ছায়া নেমে এসেছে |