আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা আব্দুল মান্নান,প্রদেশ কংগ্রেসের সম্পাদক অমিতাভ চক্রবর্তী,বিধায়ক অসিত মিত্র,পাপড়ি চক্রবর্তী,হাওড়া জেলা কংগ্রেসের সহ সভাপতি সেখানে সফিকুল,শ্যামপুর 2নং ব্লক কংগ্রেসের সভাপতি আতিয়ার রহমান খান,শ্যামপুর 1নং ব্লক কংগ্রেসের সভাপতি মহানন্দ রায়,যুব কংগ্রেসের নেতা সেখানে ফিরোজ,আবুল কালাম নাজির,কমলপুর অঞ্চলের নেতা সুশান্ত সামন্ত,আমড়া অঞ্চলের পক্ষে সমর্থন রায় স সি পি আই এম এর পক্ষে সুরথ মাইতি,নির্মল কুমার খাঁড়া,বিজেপির পক্ষে দীপঙ্কর পাখিরা,ফরোয়ার্ড ব্লকের পক্ষে অসিত বরন সাউ,.সহ আরো অনেকে,
বিধানসভা বিরোধী দলীয় নেতা আব্দুল মান্নান বলেন যে সমস্ত ধর্মনিরপেক্ষ দলকে এক সঙ্গে নিয়ে আগামী দিনে লড়াই করতে হবে,অপর এক প্রশ্নের উত্তরে বলেন যে তৃনমূল কংগ্রেসের কার্যকলাপ বিজেপির সঙ্গে মিল আছে,
তিনি বলেন বিজেপি যেমন কংগ্রেস মুক্ত ভারতের কথা বলে তেমনি ভাবে তৃনমূল কংগ্রেস কংগ্রেস মুক্ত বাংলা করার পরিকল্পনা করে চলেছে,