সৌগত মন্ডল
রামপুরহাট-বীরভূম : সারাদেশ ব্যাপী মহামারি করোনা ভাইরাসের জন্য, রাজ্য জুড়ে লকডাউন জারি করা হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, অফিস থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় স্থানগুলি বন্ধ ছিল। ১ জুন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বেশ কিছু ধর্মীয় স্থান খোলার অনুমতি দেন, তবে রাজ্যের বেশীরভাগ ধর্মীয় স্থান খুলে গেলেও প্রায় তিন মাস যাবৎ বন্ধ ছিল একান্ন পিঠের একসতীপীঠ, তারাপীঠ মন্দির। চলতি মাসের ১৪ তারিখে তারাপীঠ মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির আলোচনা সভা বসে, মন্দির কবে খোলা হবে এর সিদ্ধান্ত নিতে।
কিন্তু বেশ কিছু কারণের জন্য সেদিন সিদ্ধান্ত জানানো হয়নি, কমিটি থেকে বলে দেওয়া হয়েছিল পুনরায় ২০ তারিখ আলোচনা সভার সিদ্ধান্ত জানানো হবে। অতএব আজকে অর্থাৎ শনিবার সিদ্ধান্ত নেওয়া হয় ভক্তদের উদ্দেশ্যে ২৩ শে জুন রথের দিন খুলে যাচ্ছে মন্দিরের দরজা। তবে, সরকারি বিধি নিষেধ মেনেই মন্দিরে প্রবেশ করতে হবে ভক্তদের বলে জানান ,মন্দির কমিটির সম্পাদক তারাময় বন্দ্যোপাধ্যায়। মাতারাকে, নিত্য দিনের মতো, এদিনেও অন্নের ভোগ দেওয়া হয়।