করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন মা ও শিশু, উলুবেড়িয়া,




নিজস্ব প্রতিবেদক,

উলুবেড়িয়া, হাওড়া,





করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন গর্ভবতী মহিলা,

 উলুবেড়িয়া র সঞ্জীবন হাসপাতালে, চলছিল চিকিৎসা,




 কন্যা সন্তানের জন্ম দেন উক্ত মহিলা, কিন্তু নবজাতক শিশুটি সম্পূর্ণ রোগমুক্ত, মায়ের থেকে শিশুকে আলাদা করে রেখে মায়ের চলছিল চিকিৎসা, 




চিকিৎসায় মা সম্পূর্ণ রোগমুক্ত হয়ে আজ বাড়ি ফিরলেন, 




সঞ্জীবন হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময়   উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাসক শ্রীমতী মুক্তা আর্য, হাওড়া জেলা গ্ৰামীন পুলিশ সুপার সৌম্য বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার কুমার সিংলা, উলুবেড়িয়ার বিধায়ক পুলক রায়,সহ হাসপাতালের সুপার সহ ডাক্তার,নার্স, সহ আরো অনেকে, 




প্রত্যেকেই করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন করোনা মুক্ত মা ও শিশুকে,

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com