রমজান মাস উপলক্ষে প্রশাসনিক বৈঠক করলেন মহকুমা প্রশাসক,




বাবাই সূত্রধর,দক্ষিণ দিনাজপুর,২৫ এপ্রিল; 

লক ডাউনের মধ্যে  রমজান মাস শুরু হওয়ায়,সচেতন করতে  সংখ্যা লঘু সম্প্রদায় মানুষদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন মহকুমা শাসক।




শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষদের নিয়ে করা হয় বৈঠকটি।যেখানে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রশাসনের তরফে তাদের লক ডাউনের একাধিক সতর্কবার্তা দেওয়া হয়।

মহকুমা শাসক ,চেয়ারম্যান থেকে শুরু করে পুলিশ প্রশাসনও সেখানে উপস্থিত ছিলেন।
             সারা বছরই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের একাধিক ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। তেমনি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা চলতি মাস ধর্মীয় রমজান মাস হিসাবে পালন করে থাকেন। 




যেখানে তারা সবাই মিলে নামাজপড়া থেকে শুরু করে আরো অন্যান্য নিয়ম করে থাকেন। কিন্তু করোনা আতঙ্কের জেরে বর্তমান পরিস্থিতির ওপর লক্ষ্য করে রাজ্য সরকার বেশ কয়েক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে লক ডাউন করেছে। 

লকডাউন বজায় রাখতে যেমন রাজ্যবাসী দোকান পাসার থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রেখেছে তেমনি ধর্মীয় অনুষ্ঠানগুলিও বন্ধ রাখা হয়েছে যেন জমায়েত না হয়।

চলতি মাস মুসলিম সম্প্রদায় মানুষের ধর্মীয় রমজান মাস হওয়ায় কোনরকম জমায়েত যেন না হয় বা সামাজিক দূরত্ব যেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বজায় রাখে সেই দিকে নজর রেখে শনিবার দুপুরে গঙ্গারামপুর এর রবীন্দ্র ভবনে মহকুমা শাসকের উপস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষদের নিয়ে একটি বৈঠক করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে বৈঠকের আলোচ্য বিষয় হয়ে ওঠে জমায়েত বা সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তা।যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন তারা তাদের এলাকায় গিয়ে বৈঠকের আলোচ্য বিষয় গুলি উপস্থাপনা করতে পারে সেদিকেও নজর দেওয়া হয়। 

মাক্স না পরা বৈঠকে উপস্থিত হওয়া মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষদের গঙ্গারামপুর থানার তরফে  মাক্স বিলি করা হয়।
এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ, এসডিপিও দীপ কুমার দাস, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার, ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত, কাউন্সিলর অশোক বর্ধন সহ মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু বিশিষ্ট জনেরা।



এ বিষয়ে মহকুমা শাসক মানবেন্দ্রনাথ  জানিয়েছেন, রাজ্যজুড়ে লকডাউন চালায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তাদের রমজান পালনে সামাজিক দূরত্ব ও সচেতনতা দিকে নজর রাখে সেই জন্যই আজ তাদের নিয়ে বৈঠক করা হলো।

গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার, ও এসডিপিও দীপ কুমার দাস জানিয়েছেন, মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তাদের ধর্মীয় কাজ সামাজিক দূরত্ব মনে করা ও করোনা আতঙ্কের একাধিক সচেতনতামূলক বিষয়ে তাদের অবগত করা হলো।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com