'সম্পদের অস্বাভাবিক বৈষম্যই বিশ্বের বাজার সংকট সৃষ্টি করে'----- 'ভোগবাদ নয় সাম্যবাদ চাই'------। যদিও তথাকথিত এই বস্তাপঁচা কথাগুলিকে মিথ্যা প্রমাণ করে যিনি পৃথিবীর বুকে প্রথম সমাজতন্ত্র রূপায়িত করেন তিনি হলেন- মহামতি কমরেড লেনিন।
150 বছর আগে 22 এপ্রিল, এই দিন মানুষটি জন্মগ্রহণ করেছিলেন। মহান লেনিন কেবল রাশিয়ায় নভেম্বর বিপ্লবের রূপকার ছিলেন তা-ই নয়, সমগ্র বিশ্বের মানুষের সর্বহারা শ্রেণীর শিক্ষক ছিলেন । বিংশ শতাব্দীতে মার্কসবাদকে আমরা যেভাবে পেয়েছি বুঝেছি তা সবই লেনিনের অবদান ।
সমাজতন্ত্রের বাস্তব রূপ কি, কিভাবে কেন্দ্রীভূত, পরিকল্পিত অর্থনীতি পরিচালিত হয় , কিভাবে জাতিগত বিদ্বেষ বৈরিতা দূর করে একমাত্র সমাজতন্ত্রই বহুজাতিকে ভ্রাতৃত্ব বন্ধনে মেলাতে পারে তা আমাদের দেখিয়েছেন কমরেড লেনিন।
এই মহান শিক্ষক লেনিনের সার্ধ শতবর্ষে যথাযোগ্য মর্যাদায় এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে হাওড়া জেলার বিভিন্ন অফিসে এমনকি বাড়িতেও ব্যক্তিগতভাবে 'লকডাউন' মেনে অনাড়ম্বরভাবে জন্মদিন পালিত হয়।