অরিত্র ঘোষ, বীরভূম
লক ডাউন এর মধ্যে বীরভূম প্রশাসন এর সহযোগিতায় রামপুরহাট ব্লাড ব্যাঙ্ক এ বীরভূম ভলান্টারী ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করা হয় l
সরকারি নিয়মকানুন মেনে এই শিবিরে ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ll
জেলার সারাবছর রক্তের যোগান দিয়ে থাকে এই স্বেচ্ছাসেবী সংগঠন এবং পরেও তারা জরুরীকালীন রক্ত দিতে প্রস্তূত এমনটাই জানা যায় সংস্থার পক্ষে।
সংগঠনের কোষাধক্ষ্য রাজেশ মিশ্র এই প্রসঙ্গে বলেন ,এই মুহূর্তে ডোনার স্ক্রিনিং করে বর্তমান স্বাস্থ্য দপ্তরের গাইড লাইন মেনে শিবির করা এই মুহূর্তে একটা বড়ো চ্যালেঞ্জ ,কিন্তু
বীরভূম পুলিশ ,সাংবাদিক ,ও ব্যবসায়ী সমিতি ,পৌরসভা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাই আজ আমরা সফল ।
যদিও বর্তমান বীরভূম পুলিশ জেলায় রক্তের যোগান দিচ্ছেন তথাপি এই সময়ে একটা সুসংগঠিত একটা স্বেচ্ছাসেবী সংস্থার এই শিবির রামপুরহাট ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি মেটাতে সাহায্য করবে বলে এলাকাবাসী মনে করেন l
আজ এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সমাজকর্মী সব্যসাচী ইসলাম , পিন্টু শেখ ও রামপুরহাট এস ডি পি ও সৌম্যজিৎ বড়ুয়া l