উলুবেড়িয়া, হাওড়া,
ইসলামিক জলসায় বক্তব্য রাখছেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি ।
তিনি কোরান হাদিসের ব্যাখ্যা করে, হিংসা বিদ্বেষ ভুলে মানুষের সঠিক পথে চলার আহ্বান জানান ।বিয়েতে পন নেওয়া থেকে তিনি বিরত থাকার জন্যে সকলের কাছে অনুরোধ করেন।
তিনি বলেন মনে রাখবেন ইসলাম ধর্মে পন নেওয়া ও দেওয়া দুটোই হারাম (নিষিদ্ধ )।তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও দূঢ করার আহ্বান জানান ।
মৌলানা ইয়াসিন সাহেব তাঁর বক্তব্যে কোরান শরীফের এবং হাদিস শরীফের বিশদ ব্যাখ্যা করেন ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলানা ক্বারী রফিকুল ইসলাম, মৌলানা আজাদুর রহমান কাশমী, হাফেজ হিজবুল্লা এবং মৌলানা সেখ নুর আলম ।সভাপতিত্ব করেন প্রাক্তন ইমাম মৌলানা রফিকুর রহমান ।উপস্থিত ছিলেন সমাজসেবী আজিজুর রহমান, মহম্মদ সাহিদ,মহম্মদ রফিক প্রমুখ ।
হাওড়া জেলার উলুবেড়িয়া বিধানসভা কেন্দ্রের ফতেপুর জামে মসজিদ এবং কবরস্থানের উন্নতি কল্পে বাৎসরিক এই ইসলামিক জলসা টি অনুষ্ঠিত হয় গত 14ই মাচ' শনিবার ফতেপুর জামে মসজিদ ইদগাহ প্রাঙ্গণে ।