করোনা ভাইরাস বলছি।। সৈয়দ আনোয়ার



হ্যালো ,আমি করোনা ভাইরাস !তোমাদের আলোচনার কেন্দ্রে বসে আছি ।
বিস্তারিত লিখে রাখো ,কে আমিঃ
আমি_______
অ্যানাকোন্ডার সাত গুষ্টি;প্রাগৈতিহাসিক বিভীষিকা- ডাইনোসর; হাঙ্গরের হাঁ; ক্রাকাতোয়া -ফুজিয়ামার  জ্বলন্ত পেট;
 টর্নেডোর জোর ঝাপটা ;আটলান্টিকের রাক্ষুসে খিদে , যার পেটে টাইটানিক; আন্টার্কটিকার বুকে বরফের কবর; বারমুডা ট্রায়াঙ্গেলের মৃত্যুর ফাঁদ____
 এইসবের যোগফলই আমি।
__________________________________
আমাকে তাড়াতে চাও? কী করে পারবে?
 বরং  আমার ভয়ে তোমরাই জু-জু লাগাম দেওয়া ঘোড়া এক -এক - জন__ নাকমুখ গোঁজা কেন ন্যাকড়ার ঠোঙায়? এত ভয় --এত ভয় --শামুকের খোলে হয়তো ঢুকেই পড়বে ,সুযোগ -টুযোগ পেলে !
ইউনিসেফের দপ্তরে  আমার-ই ভূত---- রাষ্ট্রনায়ক -গুলো সব কেঁচো হয়ে গেছে! ভেস্তে দিল নির্ধারিত বিদেশ সফর! ক্লিনিকে -হাসপাতালে  সর্বত্র প্যানিক---
দিকে দিকে সবাই দিচ্ছ আমাকেই ধিক্!
__________________________________কিন্তু দোষ কি শুধু একলা আমার? আচ্ছা------
তোমরা যখন গ্রাম ও শহর জ্বালাও 
জল -জ্যান্ত লোকগুলোকে দিচ্ছ গণকবর!
পাড়া দখল -গ্রাম দখল  রাজনীতির নামে নির্বিচারে শিশু হত্যা ;নারীকে ধর্ষণ তোমাদের দেখে পায় মড়ক ও- লজ্জা! লাখ -লাখ একদিনে কিংবা একরাতে বিশ্বযুদ্ধ সংঘটিত তোমাদের হাতে !
তখন ?
 যখন ধর্মকে করো হিংসার হাতিয়ার, আধ্যাত্মিক উন্নতির ভান করে রোজ পরমাত্মাকে করছো চরম লাঞ্ছনা?
__________________________________লাল -সবুজ- গৈরিক প্রভৃতি রঙের আড়ালে তোমরা বসে কি করছো? কোথায় আদর্শবোধ আর সদাচার? দেশ-প্রেমের হাত তুলে স্বদেশ মায়ের সারা মুখে লেপে দিচ্ছ একগাদা কালি?
__________________________________এইসব দেখে শুনে আজ মনে হয় তোমাদের জগৎটাই শুধু হিংসা- ময় !
__________________________________
অথচ আমার মনে ভারি ইচ্ছে জাগে
 এই ইচ্ছে---- এই জগৎ হোক প্রশান্তির ফলে- ফুলে ভর্তি মাঠ; প্রতিটি মানুষ মিলেমিশে ভ্রাতৃত্বের বাঁধনে নিবিড় 
সুখ ও শান্তির ঘর তৈরি করুক ।
তোমরা সবাই যেন ভালোবাসা নিয়ে বেঁচে থাকো, ভালোবাসা স্থায়ী -শক্তি হোক!
__________________________________
আমি-ও তাহলে চলে যাই ----খুব দূরে তেপান্তরে কোন এক ব্যাঙ্গমির দেশে-- তোমাদের সুখের গল্প শোনাব ছুটে গিয়ে ব্যাঙ্গমা ও ব্যাঙ্গমীকে, মন- প্রাণ ভরে !
__________________________________
আর যদি তা না করো ? বুঝতেই পারছ আবার বের করব এই লম্বা -লম্বা -দাঁত ! আবার ভৌতিক ত্রাসে এমনি ছোটাবো-- ভুতের গলায় বলবোঃ 
খাঁবো, তোকেঁ খাঁবো ---
লুঁকোবি কোঁথায় তুঁই ,পাঁলাবি কোঁথায়?
              🍂সমাপ্ত🍂
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com