মালদা, ৩১ মার্চ :
করোনা মোকাবিলায় অন্ধবিশ্বাসে পূজার্চনা গ্রামবাসীদের। ইংরেজবাজার থানার বাধাপুকুর এলাকায় বাড়ি বাড়িতে শিলনোড়া পূজা করছেন গ্রামবাসীরা।
শিলনোড়ার পাটার উপর খালি কেন বা কেটলি বসিয়ে তার চারপাশে গোবর দিয়ে পূজার্চনা করছেন গ্রামবাসীরা।
পুজোর পর কেটলি বা কেন ধরে উঠালে উঠে আসছে পাটাটি।
এই নিয়ে চলছে বাড়িতে বাড়িতে পূজার্চনা।