বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জেলা ক্রীড়া প্রতিযোগিতা,




মালদা,২ মার্চ :

 পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মালদা জেলা কমিটির উদ্যোগে এক দিনব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রী ও প্রতিবন্ধকতা যুক্ত সকল স্তরের মানুষদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে।





      সোমবার জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিবন্ধীদের প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। এরপর সকল প্রতিযোগীদের নিয়ে সারা মাঠ প্যারেড এর মাধ্যমে পরিক্রমা করে তারপর শুরু হয় প্রতিযোগিতা।


     এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মালদা সম্পাদক শেখ সালেক, রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক সাম্য গাঙ্গুলী সহ অন্যান্য অতিথিরা।


জেলার প্রতিটি ব্লক থেকে বিশেষ চাহিদা সম্পন্ন পুরুষ ও মহিলা প্রতিযোগিরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।



বিশেষ চাহিদা সম্পন্ন হলেও তারা যে সমাজের একটি অংশ তা বোঝানোর জন্যই এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

মোট ৭৭টি ইভেন্টে
প্রায় ২৭৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com