উলুবেড়িয়া, হাওড়া,,
করোনা ভাইরাস এর আতঙ্কে হাসপাতালে পর্যবেক্ষণ, উলুবেড়িয়া,
করোনা ভাইরাস এর আতঙ্কে লন্ডন থেকে ফেরত এক যাত্রী ,
বাবা ও ছেলেকে পর্যবেক্ষণ এ রাখার জন্যে ভর্তি করা হলো উলুবেড়িয়া মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে র আইসোলেশন বিভাগে,
উল্লেখ্য গত কয়েকদিন আগে উলুবেড়িয়া র এক বাসিন্দা বাবা ও ছেলে লন্ডন এ মেয়ের কাছ থেকে দেশে ফিরে আসেন,
এবং বিষয়টা জানাজানি হলে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যক্তি ও তার ছেলের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পর্যবেক্ষণ এর জন্যে উলুবেড়িয়া মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে র আইসোলেশন বিভাগে পর্যবেক্ষণ এর জন্যে ভর্তি করা হয়,
এবং পরীক্ষা নীরিক্ষা চলছে বলে মহকুমা হাসপাতালে র পক্ষ হতে জানানো হয়েছে,