করোনা ভাইরাস এর আতঙ্কে হাসপাতালে পর্যবেক্ষণ, উলুবেড়িয়া,



নিজস্ব প্রতিবেদক,

 উলুবেড়িয়া, হাওড়া,,




 করোনা ভাইরাস এর আতঙ্কে হাসপাতালে পর্যবেক্ষণ, উলুবেড়িয়া, করোনা ভাইরাস এর আতঙ্কে লন্ডন থেকে ফেরত এক যাত্রী , 

বাবা ও ছেলেকে পর্যবেক্ষণ এ রাখার জন্যে ভর্তি করা হলো উলুবেড়িয়া মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে র আইসোলেশন বিভাগে, উল্লেখ্য গত কয়েকদিন আগে উলুবেড়িয়া র এক বাসিন্দা বাবা ও ছেলে লন্ডন এ মেয়ের কাছ থেকে দেশে ফিরে আসেন, 





এবং বিষয়টা জানাজানি হলে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যক্তি ও তার ছেলের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পর্যবেক্ষণ এর জন্যে উলুবেড়িয়া মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে র আইসোলেশন বিভাগে পর্যবেক্ষণ এর জন্যে ভর্তি করা হয়,




 এবং পরীক্ষা নীরিক্ষা চলছে বলে মহকুমা হাসপাতালে র পক্ষ হতে জানানো হয়েছে,
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com