এবি বঙ্গনিউজ, কলকাতা,
বর্তমানে কোরোনা ভাইরাস থেকে সচেতনতার জন্যে এবং সারা দেশে চলছে লকডাউন,এই উপলক্ষে পশ্চিম বঙ্গের সমস্ত মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও কমিটির সম্পাদক, সভাপতি ও সকল সম্মানিত সদস্য,সমস্ত মসজিদের মুসুল্লিদের ও সকল মুসলিম ভাইদের প্রতি বেঙ্গল ইমাম এ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব মোঃ ইয়াহিয়া সাহেব এর এক আহ্বান।
উল্লেখ্য বেঙ্গল ইমাম এ্যাসোসিয়েশন এর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, মসজিদে আজান ও নামাজ এবং জামায়াত সম্পর্কে।
বৈঠকে র শেষে বেঙ্গল ইমাম এ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব মোঃ ইয়াহিয়া সাহেব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
বর্তমান করোনা ভাইরাস থেকে সচেতনতার জন্যে এবং সারা দেশে যে লকডাউন চলছে এরই পরিপ্রেক্ষিতে সমস্ত মসজিদে আজান ও নামাজ,
এবং জামায়াত এমনকি জুম্মার নামাজ আদায় সম্পর্কে বলেন যে যতো কম সংখ্যক মানুষ মসজিদে যাতায়াত করবেন ততই ভালো, এবং যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে বলেছেন,
এমনকি জুম্মার নামাজের খুতবার বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যতটা সম্ভব কম সময়ের মধ্যে নামাজ আদায় করতে বলেছেন, এবং বেশিরভাগ নামাজ বাড়িতে আদায় করার কথা বলেন,
এছাড়াও তিনি সকলের কাছে আহ্বান জানিয়েছেন যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রয়োজন ছাড়া কেউই না বাড়ীর বাইরে পা রাখেন,
মারণ ঘাতী করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার একমাত্র রাস্তা ঘরের মধ্যে আবদ্ধ থাকা,
তিনি সকলের জন্য সুস্থ শরীর মঙ্গল কামনা করেন পরম করুণাময় ওপর ওয়াশার কাছে,
_________________________________________
বি, দ্রঃ বেঙ্গল ইমাম এ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব মোঃ ইয়াহিয়া সাহেবের বক্তব্য শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল,"Ab Banga News,"