বাবাই সূত্রধর,দক্ষিণ দিনাজপুর,৬ মার্চ;
১২টিমের দিবারাত্রি ব্যাপী দুদিনের ক্রিকেট খেলার আয়োজনে পুলিশ ও উদ্যোক্তাদের প্রতি ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয় বৃহস্পতিবার রাত্রেজ দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইন্দ্র নারায়নপুর কলোনি সাংস্কৃতিক সংসদ ক্লাব এর পরিচালনায় ও ব্যবস্থাপনায় স্থানীয় ফুটবল ময়দানে উদ্যোক্তা ও মালদার রেঞ্জের ডিআইজি বিভিন্ন থানার আইসি, পুলিশ কর্মীদের মাধ্যমে প্রতি ক্রিকেট খেলা দেখতে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো।
ডিআইজি প্রসূন ব্যানার্জিজানালেন শরীর চর্চার পাশাপাশি পুলিশ ও জনগণের সম্পর্ক আরো মজবুত করতে এমন খেলায় অংশগ্রহণ করেছি উদ্যোক্তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
দক্ষিণ দিনাজপুর জেলাতেপুলিশ সুপারের কাজে প্রসূন ব্যানার্জি যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন সময়ে একাধিক সমাজসেবামূলক কাজে এগিয়ে গিয়েছেন।সেটা বন্যার সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোয় হোক আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনায় অংশ করে হোক।
নিজে বিভিন্ন নাটকে অংশগ্রহণ করে সাংস্কৃতিক চর্চার অন্যরকম বার্তা পৌঁছে দিয়েছেন তৎকালীন এ জেলার পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি।পুজোর সময় পুলিশের উদ্যোগে বয়স্কদের ঠাকুর দেখানো জেলা পুলিশ মহলে তিনি এই পরিষেবা পৌঁছে দিয়ে সকলের কাছে অন্য মাত্রা এনে দিয়েছিলেন।বিভিন্ন সময়ে পুলিশ কর্মীদের শরীরচর্চার জন্য পুলিশ সাংবাদিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে সেই খেলায় পুলিশ সুপার নিজে অংশগ্রহণ করে পুলিশকর্মীদের উৎসাহ বাড়িয়ে দিয়েছেন বারবার।
বর্তমানে তার পদোন্নতি হয়ে ডিআইজি মালদা রেঞ্জ হয়েছেন প্রসূন ব্যানার্জি। পদোন্নতি হবার পরেও তিনি পুরানো তার ক্রিকেট খেলার নিজে উপস্থিত থেকে সকল পুলিশকর্মীদের উৎসাহ দিয়েছেন।
স্বর্গীয় কুনাল সরকার স্মৃতি চ্যাম্পিয়ন ও রানা স্টপি সৌজন্যে রুদ্রাণী কাপ ২৯ তম বর্ষের নিবেদন গঙ্গারামপুর ইন্দ্র নারায়নপুর কলোনি সাংস্কৃতিক সংসদের পরিচালনা ও ব্যবস্থাপনায় ইংরেজি ৫ ও ৬ মার্চ রোজ বৃহস্পতিবার ও শুক্রবার অল ইন্ডিয়া ব্যাপী ১২ দলীয় নক আউট রুদ্রাণী কাপ খেলার আয়োজন করা হয়েছে। সে খেলা উপলক্ষে বৃহস্পতিবার রাত্রে গঙ্গারামপুর পুরসভার ৮ নম্বর ওয়াটার ইন্দোর নারায়নপুর কলোনি সাংস্কৃতিক সংসদ ক্লাবের সদস্য ও পুলিশ একাংশের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে। পুলিশের তরফে ডিআইজি প্রসূন ব্যানার্জি ছাড়াও গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, হরিরামপুর থানার আইসি সঞ্জীব বিশ্বাস, বংশীহারী থানার আইসি, গঙ্গারামপুর সাব-ইন্সপেক্টর শুভঙ্কর চক্রবর্তী, সহ বহু পুলিশকর্মী ও সিভিকেরা উদ্যোক্তাদের টিমের মুখোমুখি হন। প্রথম ব্যাট করে উদ্যোক্তা টিমের সদস্যরা ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান তুলে নেন। জবাবে পুলিশ একাদশ ৬ ওভারে ৭ উরকেট হারিয়ে ৪২ রান করে। খেলার মান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় উদ্যোক্তা কমিটির সাহেব রায়। পরে ক্লাবের তরফে ডিআইজি প্রসূন ব্যানার্জি কে সম্মান জানানো হয়। তিনি প্রীতি ম্যাচের বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। ডিআইজি প্রসূন ব্যানার্জি জানিয়েছেন, শরীর চর্চার পাশাপাশি পুলিশ ও জনগণের সম্পর্ক আরো মজবুত করতে এমন খেলার অংশগ্রহণ করেছি। খেলাতে হারজিত থাকেই। উদ্যোক্তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
খেলার উদ্যোক্তাদের এক সদস্য বিশ্বজিৎ নন্দী জানিয়েছেন,সাধারণ মানুষজনের সঙ্গে পুলিশের সম্পর্ক আরো মজবুত করতে এমন খেলার আয়োজন করা হয়েছে যা আগামী দিনেও আমরা এমন খেলার আয়োজন করে যাব।
এদিনের উদ্যোক্তা ও পুলিশ একাদশের মধ্যে এমন ক্রিকেট খেলা দেখতে ক্রিকেটপ্রেমী মানুষের ভিড় ছিল ব্যাপক।