রাজ্যে প্রথম TCL -2020 (মহিলাদের ক্রিকেট লীগ ) এ জায়গা করে নিলো সোনারপুরের মেয়ে, ক্রিকেট কন্যা জিনাব গাজী

মহঃ নুর হোসেন জমাদার,

 প্রতিবেদক, এবি বঙ্গনিউজ,




 চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট, হৃদয়ে নিদ্রিত অবস্থায় আছে দূর যাত্রায় পাড়ি দেওয়ার অদম্য ইচ্ছা শক্তি | 

স্বপ্নে বিভোর এই মেয়ের ইতিকথা জানতে পাড়ি দিতে হলো দক্ষিণ 24 পরগনা জেলার, সোনারপুর থানার মকরমপুর গ্রামে| 

 মাত্র তেরো বছর বয়সের এই ক্রিকেট কন্যা এ বছর সিএবি-র আয়োজিত TCL-2020 এ খেলার যোগ্যতা অর্জন করেছে | 




কলকাতা রাইজিং স্টার ক্রিকেট ক্লাবের এই ছাত্রীকে নিলামে কিনেছে "ন্যাস্টস " নামক দল | 

আগামী পনেরোই ফেব্রুয়ারি TCL - 2020 এর শুভ সূচনা, ওই দিন থেকেই জিনাবকে বল হাতে নিয়মিত দেখা যাবে খেলার মাঠে |

 জিনাবের মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, জিনাব বর্তমানে জ্যোতির্ময় পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী, তার মায়ের ভাষায় "আমি চাই মেয়ে পড়াশোনার সঙ্গে তার খেলাও চালিয়ে যাক,

 ওর জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করে তুলুক " জিনাবের বাবা জাকির গাজী জানান "আমার দুই মেয়ে ছোট মেয়ে পড়াশোনা করতে ভালবাসে আর বড় মেয়ে ক্রিকেট ভালোবাসে | 

ক্রিকেট আমার জীবনের স্বপ্ন ছিল, সিএবি পর্যন্ত আমি খেলেছি, প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করতে গিয়ে আমি হেরে গেছিলাম আমার জাতীয় দলে খেলার স্বপ্ন অসমাপ্তই রয়ে গেছে | 

আমার অসমাপ্ত স্বপ্নের বাস্তবতা আমি আমার মেয়ের মধ্যে দেখতে পাই |




 খালি আমার মেয়ে কেন, আমার গ্রামে বহু প্রতিভা লুকিয়ে আছে, আমি তাদেরকে সামনে নিয়ে আসতে চাই |

" জিনাবের কথায় "আমার বাবা - মা আমার একমাত্র সাহস তারাই আমার চলার পথের একমাত্র উৎসাহ, আমার জন্য তাদের কায়িক পরিশ্রমের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না |"
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com