Ideal Talent Search (ITS) Exam.-2019 -এর হাওড়া জেলার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হলো,

All India Ideal Teacher Association (AIITA) দ্বারা পরিচালিত Ideal Talent Search (ITS) Exam.-2019 -এর হাওড়া জেলার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হল সোসাইটি আপলিফ্টমেন্ট সেন্টারে। 




২০১৯-এর সেপ্টেম্বর মাসের ২২তারিখ তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার ফল প্রকাশিত হয় ২৫শে ডিসেম্বর। 

এ বছর মোট ছয়টি জেলায় পরীক্ষা নেওয়া হয়। হাওড়া জেলা এ বছর প্রথম অংশ নেয়। প্রথম বছর পরীক্ষার্থী ছিল প্রায় তিনশো জন। 

২০১৯ আইডিয়াল ট‍্যালন্ট পুরষ্কার তুলে দেওয়া হয় জেলা লেভেলের ৪২ জন ছাত্রছাত্রীর হাতে। 



এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রীদের অভিভাবক-অভিভাবিকা বৃন্দ এবং বিভিন্ন স্কুল থেকে আগত প্রায় 30 জন শিক্ষক শিক্ষিকা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিয়া ইউনিভার্সিটির প্রফেসর ডঃ আয়াতুল্লাহ ফারুক মোল্লা, আইটার প্রাক্তন রাজ‍্য সভাপতি, জুলফিকার আলী মোল্লা সাহেব।




 আইটার রাজ‍্য সম্পাদক শেখ মোস্তফা জামান সাহেব, হাওড়া আইটা জেলা সভাপতি জামিনুল ইসলাম সাহেব, হাওড়া জেলা আইটিএস ইনচার্জ আরিফুল্লা সাহেব এছাড়াও আরো অনেকে।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com