সাম্প্রদায়িক বিদ্বেষের বাতাবরণ সৃষ্টিকারী বিভেদকারী এনআরসি, সি এ এ, এন পিআর প্রতিহত করতে ও নারীর অবমাননার বিরুদ্ধে অঙ্গীকার যাত্রার আয়োজন করলে এ আই ডি এস ও।
এই মর্মে চলতি মাসের পয়লা ফেব্রুয়ারি থেকে শিলিগুড়ির বীরসিংহ কারমাটার থেকে শুরু হয়েছে অঙ্গীকার যাত্রা। মঙ্গলবার এই অঙ্গীকার যাত্রা এসে পৌঁছায় মালদায়।
এই মর্মে মালদা শহরের LIC মোরে আয়োজন করা হয়েছিল এক সাংস্কৃতিক এবং সংবর্ধনা অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি চন্দন সাঁতরা, সম্পাদক গৌতম সরকার সহ অন্যান্য।
সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সংবর্ধনা সভা শেষে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ উপলক্ষে এবং এনআরসি ও নারীর অবমাননার বিরুদ্ধে অঙ্গীকার যাত্রা শুরু হয়।
গোটা মালদা শহর পরিক্রমা করে এই অঙ্গীকার যাত্রা। জানা যায় এই অঙ্গীকার যাত্রা গোটা মালদা শহর পরিক্রমা করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।