গ্ৰামীন চিকিৎসকদের হাওড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া রবীন্দ্রভবনে,

নিজস্ব প্রতিবেদক, 

উলুবেড়িয়া, 




 জাতীয়তাবাদী গ্ৰামীন চিকিৎসক সংগঠন "প্রোগ্ৰেসিভ রুরাল ফিজিশিয়ান ওয়েলফেয়ার এসোসিয়েশন" এর হাওড়া জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম হাওড়া জেলা সম্মেলন উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে, 




জাতীয় পতাকা উত্তোলন,মার্চপাস্ট  দিয়ে এই সম্মেলন শুরু হয়, সম্মেলনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান প্রমুখ, 




জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় 400গ্ৰামীন চিকিৎসক এই সম্মেলনে উপস্থিত ছিলেন,

 সংগঠনের হাওড়া জেলার সভাপতি ডা,মসিউর রহমান বলেন গ্ৰামীন চিকিৎসক রা সাধারণ মানুষের চিকিৎসা র প্রধান ভরসা, 




আমরা গ্ৰামীন চিকিৎসক গন রাজ্যের সরকারের প্রতি আশাবাদী,



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com