বুধবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংকট মেটাতে এবারে এগিয়ে এলো অস্থায়ী নিরাপত্তা কর্মীরা।প্রায় তিন মাস ধরে হাসপাতালে চলছে রক্ত সংকট।
ফলে সমস্যার মুখে পড়তে হতো হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও রোগীর আত্মীয়দের।বিশেষ করে থেলাসিমিয়া রোগে আক্রান্ত রোগীদের রক্তের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
এবারে রক্ত সংকট মেটাতে এগিয়ে আসলো হাসপাতালে কর্মরত অস্থায়ী নিরাপত্তাকর্মীরা।বুধবার ও বৃহস্পতিবার এই দুইদিন ব্যাপী স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন অস্থায়ী নিরাপত্তাকর্মীরা।
এই শিবিরে রক্ত দান করছেন অস্থায়ী কর্মীরা থেকে শুরু করে সাধারণ মানুষ।বুধবার ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অমিত দান।
এই শিবিরে প্রায় দেড়শো জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।