মানবতার মুক্তি দূত হযরত মুহাম্মদ (সা:) এই শিরোনামে জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে ,

নিজস্ব প্রতিবেদক, 




 মানবতার মুক্তি দূত হযরত মুহাম্মদ (সা:) এই শিরোনামে জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে সীরাত ক্যাম্পেইন পরিচালনা করছে। তারই অংশ হিসাবে আজ কোলকাতার এম.এম. মডেল স্কুলে মুসলিম বুদ্ধিজীবী, ওলামা ও মিল্লী দায়িত্বশীলদের নিয়ে "বর্তমান ভারতের পরিস্থিতি ও আমাদের কর্তব্য" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এই আলোচনাতে অংশ নেন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমিরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল "ল" বোর্ড এর সদস্য মাওলানা আবু তালিব রহমানী সাহেব ও মাওলানা শারাফত আবরার সাহেব,ইমামে ঈদাইন কারী ফজলুর রহমান সাহেব, নাখোদা মসজিদের ইমাম মাওলানা সাফিক কাসেমী সাহেব, আহলে হাদীসের মারুফ সালাফী সাহেব, 

সংখ্যালঘু ফেডারেশনের কামরুজ্জামান সাহেব, রাজ্য সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এন্তাজ আলী শাহ, প্রাক্তন আমিরে হালকা রহমত আলী খান, মিল্লি ইত্তেহাদের আব্দুল আজিজ সাহেব, জামাআতে ইসলামী রাজ্য শুরা সদস্য তাহেরুল হক সাহেব, মিডিয়া সেক্রেটারি মশিহুর রহমান সাহেব, আমানত ফাউন্ডেশনের শাহ আলম সাহেব, 





ডাক্তার আনোয়ার সাদাত সাহেব, প্রফেসর আফসার আলী সাহেব, প্রফেসর আব্দুল মাতিন সাহেব, আসিফ আলী সাহেব, এক্টিভিস্ট জিম নওয়াজ সাহেব প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন জামাআতের রাজ্য সেক্রেটারি মসিউর রহমান, 

জনাব জামিল মানজার, প্রফেসর জাফির আহমেদ, সাবির আলী, সুজাউদ্দিন আহমেদ । 

সমগ্র সভাটি পরিচালনা করেন রাজ্য দাওয়াহ সম্পাদক তথা রাজ্য মুজলিসে শুরা সদস্য সাদাব মাসুম সাহেব।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com