প্রতিবেদক , এবি বঙ্গনিউজ,
এ বছরে নরওয়ের নোবেল কমিটি শান্তির নোবেল প্রাপক এর নাম চূড়ান্তভাবে ঘোষণা করেছেন এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী এবছরের শান্তিতে নোবেল পেতে চলেছেন |
নরওয়ের নোবেল কমিটি জানিয়েছেন যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সীমারেখা নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছিল প্রতিবেশী দেশগুলোর মধ্যে তা মেটানোর জন্য প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন |
উল্লেখ্য 2018 সালের এপ্রিল মাসে আবি আহমেদ আলী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন এবং দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এবং তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন |
নরওয়ের নোবেল কমিটি জানিয়েছেন তারা প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর প্রতি কৃতজ্ঞ |
এই সম্মান তাকে আরো শক্তি যোগাবে আফ্রিকার এই বৃহত্তম দেশের উন্নতির জন্য |
গত দশেই ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই মহামূল্যবান পুরস্কার তুলে দেবেন নরওয়ের নোবেল কমিটি |