Talent-Hunt পরীক্ষার আয়োজনে কম্পিউটার সেন্টার NIDE,




নিজস্ব প্রতিবেদক,, উলুবেড়িয়া,, 

 গত ইংরেজি 8th September International Literacy Day ,অর্থাৎ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। 




 ঐ দিন উলুবেড়িয়ার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র NIDE ,অর্থাৎ National Institute of Digital Education,মনে করেন এবার প্রয়োজন Digital Literacy. তাই আজ National Institute of Digital একটা Talent-Hunt পরীক্ষার আয়োজন করেছিল।




 এই Talent_Hunt পরীক্ষা টি অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া হাই মাদ্রাসা তে। মোট ২৮ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শুরু হয় দুপুর ২ টা ৩০ মিনিটে এবং ৩ টা ৩০ মিনিটে শেষ হয়।




 Invigilator এর পর্যবেক্ষন অনুযায়ী যেপরীক্ষার্থী সবচেয়ে বেশি একাগ্রতার সাথে পরীক্ষা দিয়েছে,তাকে পরীক্ষার শেষে একটি বিশেষ পুরষ্কার দেওয়া হয়েছে। 

 আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ কারী সমস্ত ছাত্রছাত্রী গন আগামী ২১ সেপ্টেম্বর ঠিক দুপুর ২ টোর সময় online এ তাদের result দেখতে পাবে ,এবং Website - টি হলো - www.nideindia.in




 প্রত্যেক ছাত্র ছাত্রীদের Certificate দেওয়া হবে এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় Rank যারা করবে তাদের বিশেষ ভাবে পুরষ্কৃত করা হবে ,এবং প্রত্যেক ছাত্র ছাত্রী Free তে Computer Course করার সুযোগ পাবে বলে কর্তৃপক্ষ জানান।

 এছাড়াও NIDE এর Center Director এই ভাবে Digital Literacy তে অংশ গ্রহণ করতে সকলকে আহ্বান জানান।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com