এবি বঙ্গনিউজ।
বোরখা কে নিষিদ্ধ করার জোরদার দাবি করলেন নির্বাসিত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
তিনি তার টুইটারে বোরখা নিষিদ্ধ করার দাবি জানান।
সাম্প্রতিক শ্রীলঙ্কার ভয়াবহ জঙ্গিহানা ঘটেছে, এবং জঙ্গীরা বোরখা পরিহিত অবস্থায় নাশকতা কাজ করে।
এবং পরবর্তীতে শ্রীলঙ্কার সরকার নিরাপত্তা র কারনে সেদেশে বোরখা নিষিদ্ধ করে।
এই বিষয়ে লেখিকা তসলিমা নাসরিন বোরখা কে সার্বিক ভাবে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান।
তিনি তার মন্তব্যে বলেছেন,
কারা বোরখা ব্যবহার করে,1, দোযখের ভয়ে এবং ধর্মের দ্বারা মগজধোলাই মহিলারা,
2, আত্মীয় স্বজনের কাছে চাপে বাধ্য হয়ে যাওয়া মহিলারা,
3,জেলা থেকে পালিয়ে যাওয়া দাগী আসামী যা,
4,অপরাধী রা,
5,চোর,ডাকাত, সন্ত্রাসী রা,
তাই তিনি বোরখা কে বিশ্বের সর্বত্রই নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছেন।