এবি বঙ্গনিউজ, ।
এনামুল হক, বারাসাতঃ
ফুরফুরা শরীফের একনিষ্ঠ খাদিম, সম্প্রীতিতে উচ্চস্থান অধিকারী, বিশিষ্ট সমাজসেবী প্রচার বিমুখ বামন গাছির ( বারাসাত, উত্তর ২৪ পরগনা )।
জনাব আলহাজ্ব শাহ সুফি ফকির সাহেব হুজুর শনিবার রাতে হৃদ রোগে আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে পরকালের জগতে পাড়ি দিয়েছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে বয়স হয়েছিল 75বৎসর। তিনি একজন হেকিমী চিকিৎসক ছিলেন।
তাঁর জানাজা নামাজ আজ রবিবার দুপুর দুটোয় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ্।