কয়েক হাজার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণের মাধ্যমে উদযাপন, বিশিষ্ট সমাজসেবী  রাম চন্দ্র ঘোষের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দিবস।




নিজস্ব সংবাদদাতা,,দেবু সিংহ, 

 এবি বঙ্গনিউজ,, মালদা,, 

 মালদা: মহদিপুর আন্তর্জাতিক  স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানিতে তার অনবদ্য অবদান। 

মহদিপুর অঞ্চলের বেকার সমস্যা দূরীকরণেও তার অনবদ্য অবদান ছিল। বিশিষ্ট সমাজসেবী হিসাবেও বেশ নামডাক ছিল তার।

 সেই মহান মানুষ রাম চন্দ্র ঘোষের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার। 




এই মর্মে এদিন স্থানীয় মহদিপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে এক স্মরণ সভা এবং দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 

প্রয়াত রামচন্দ্র ঘোষের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় স্মরণ সভা।

 স্মরণ সভা শেষে  প্রায় তিন হাজার দুঃস্থের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং,ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভদীপ সান্যাল, প্রয়াত রামচন্দ্র ঘোষের পুত্র তথা এক্সপোর্টার প্রসেনজিৎ ঘোষ, এক্সপোটার সমীর ঘোষ, সুকুমার সাহা,  ২৪ নম্বর বি,এস,এফ কোম্পানি কমান্ডার প্রজাপতি মার্শাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা।




 এই বিষয়ে প্রয়াত রাম চন্দ্র ঘোষ এর পুত্র প্রসেনজিৎ ঘোষ জানান, আজ বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দিবস। বাবার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পরে কয়েক হাজার দুঃস্থদের মধ্যে ভোগ বিতরণ করা হয়। 



অন্যদিকে এই বিষয়ে মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং জানান, রাম চন্দ্র ঘোষের অবদান কথাই বলে উল্লেখ করা যাবে না। আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে আমদানি-রপ্তানি থেকে শুরু করে গোটা মালদা জেলা জুড়ে তার অনবদ্য অবদান রয়েছে। তাই তিনি আজ মানুষের মনে।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com