এক বিদগ্ধ লেখকের জীবন যাপন,




এবি বঙ্গনিউজ,, 

 নিজস্ব প্রতিবেদক,, 

 আহমদ আলি মোল্লা, দঃ ২৪ পরগনা জেলার শ্যামপুর গ্রামে জন্মগ্রহন করেন এক দরিদ্র কৃষক পরিবারে। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে এম এ পাস করে মহেশপুর হাই স্কুলে শিক্ষক হিসাবে দীঘ চল্লিশ বছর শিক্ষকতা করে গত ২০০৫ সালের নভেম্বর মাসে অবসর নেয়। শিক্ষকতার পাশাপাশি তিনি বহু বই লিখেছেন। ভারত তুমি কার? ,  ইসলামের ন্যায় বিধান,  স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের অবদান,. Increase your vocabulary,, ইত্যাদি।     



 নিজের গ্রামে জমি দিয়ে  একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, যার নাম শ্যামপুর হোসাইনিয়া জুনিয়র হাই মাদ্রাসা ও শ্যামপুর হোসাইনিয়া মক্তব।      এছাড়া তিনি দঃ ২৪ পরগনা জেলার  জমিয়েত উলেমায়ে হিন্দের প্রাক্তন সম্পাদক ছিলেন।     এক কথায় বলা যায় আহমদ আলি মোল্লা একজন শিক্ষক, লেখক,  সমাজসেবক ও সুবক্তা হিসাবে পরিচিত। বতমান বয়স ৭৫ বছর। এই বয়সে এখনও পর্যন্ত তিনি ১০-১২ ঘন্টা পড়াশুনা করে। এই বয়সে তার পড়াশোনা কে জানাই কুর্নিশ।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com