S I R বিষয়ে তৃণমূল কংগ্রেসের আলোচনা, শ্যামপুর




এস আই আর সংক্রান্ত বিষয়ে উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজার উপস্থিতিতে শ্যামপুর  কেন্দ্রের  আঞ্চলিক নেতৃত্বদের নিয়ে রবিবার এক বিশেষ আলোচনা শিবির অনুষ্ঠিত হল.।



এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্রের বিধায়ক কালিপদ মন্ডল, উপস্থিত ছিলেন শ্যামপুর  তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নদেবাসী জানা ,এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক  জুলফিকার আলী মোল্লা, হাওড়া গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শ্রীধর মন্ডল সহ উপস্থিত ছিলেন সমস্ত আঞ্চলিক নেতৃত্ব বৃন্দ।





AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...