দেউলী প্রাথমিক বিদ্যালয়ে "ছাত্র সপ্তাহ পালন" কর্মসূচি।


সুকমল সাউ
 শ্যামপুর



দেউলী প্রাথমিক বিদ্যালয়ে চলছে ছাত্র সপ্তাহ পালন কর্মসূচি। ইংরেজি নতুন বছর 2026 এ ২রা জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত এই ছাত্র সপ্তাহ পালন কর্মসূচি চলবে। এই ছাত্র সপ্তাহ আজ তৃতীয় দিনে পড়ল । ৫ই জানুয়ারি সোমবার চলছে এই তৃতীয় দিনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে  হল বসে আঁকো প্রতিযোগিতা, যোগাসন প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, আবৃত্তি প্রতিযোগিতা ,সমাজ গঠনে ছাত্রদের ভূমিকায় স্বচ্ছতা অভিযান সহ একাধিক কর্মসূচি। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ত্রিনাঞ্জন বৈতালিক বলেন পড়াশোনার পাশাপাশি শরীরের সাথে মনের ভারসাম্য এবং সুস্থতা আবশ্যিক তাই শুধু একদিনের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা নয় সারা বছর যাতে সমস্ত ছাত্র-ছাত্রী খেলাধুলা শরীরচর্চা এবং সুস্থ সাংস্কৃতিকমনা সম্পন্ন হতে পারে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সফল করার জন্যই এই ছাত্র সপ্তাহ অভিযান কর্মসূচি আমরা পালন করছি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...