শ্যামপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল



SIR এর নামে বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আজ জাতীয় ভোটার দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর নির্দেশ অনুযায়ী আজ শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাছ রি অঞ্চল তৃণমূল  কংগ্রেসের ব্যবস্থাপনায় দেওড়া বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন,#শ্যামপুর কেন্দ্রের বিধায়ক কালিপদ মন্ডল,#উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃনমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা,#উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক ও কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...