রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসুত "আমার পাড়া আমার সমাধান"ও "দুয়ারে সরকার" প্রকল্পের কাজ তদারকিতে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল,উলুবেড়িয়ার মহকুমা শাসক মানষ কুমার মন্ডল, শ্যামপুর ১নং বিডিও তন্ময় কার্যী,ধান্দালী পঞ্চায়েতের প্রধান লাবনী মন্ডল প্রমুখ, শ্যামপুর ১নং ব্লকের ধান্দালী পঞ্চায়েতের বাগান্ডা জটাধারী হাইস্কুলে।