নিজস্ব প্রতিনিধি,উলুবেড়িয়া
বুধবার দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২তম জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো নানান অনুষ্ঠানের মাধ্যমে।
বুধবার ২০আগষ্ট ছিল রাজীব গান্ধীর ৮২তম জন্মদিবস,এই উপলক্ষে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে উলুবেড়িয়ার বাজারপাড়া বক্তার মোড়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান, রক্তদান কর্মসূচি সহ দেশের প্রতি রাজীব গান্ধীর অবদান ও আত্মত্যাগ নিয়ে বিভিন্ন জাতীয় কংগ্রেসের নেতারা আলোচনা করেন।
রাজীব গান্ধীর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি, শ্রীমতী কৃষ্ণা দেবনাথ ডাঃ মায়া ঘোষ, অধ্যাপক রিভু সান্যাল,
প্রত্যেক নেতা তাদের মূল্যবান বক্তব্যে ডিজিটাল ভারত,১৮বয়সে ভোটাধিকার, কম্পিউটারের প্রবর্তন সম্পর্কে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অবদান নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির চেয়ারম্যান তথা হাওড়া জেলা গ্ৰামীন জাতীয় কংগ্রেসের সভাপতি আলম দেইয়ান।
অনুষ্ঠানে আরো উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র কংগ্রেস নেতা সেখ সুজাউদ্দিন, সফিকুল আলম,রানা চন্দ্র প্রমুখ।
অপরদিকে বাইনান অঞ্চল জাতীয় কংগ্রেসের আয়োজনে ভারতবর্ষের " পঞ্চায়েতিরাজ ব্যবস্থার "জনক এবং আধুনিক ভারতবর্ষের "রূপকার" ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রী রাজীব গান্ধীজীর.৮২ তম জন্মবার্ষিকী এর অনুষ্ঠান হাওড়া গ্রামীণ জেলার আমতা কেন্দ্রের বাইনান বড়পোলেতে।
অনুষ্ঠানেতে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শ্রী অসিত মিত্র ,হাওড়া গ্রামীণ জেলা কংগ্রেসের নেতা সেখ হাফিজুর রহমান, সুপ্রিয় ঘোষ, আমতা কেন্দ্রের নেতা গোলাম মর্তুজা, আমতা কেন্দ্র যুব কংগ্রেসের নেতা কাজী আবু আসলাম, আমতা কেন্দ্রের ছাত্র নেতা কাজী জুবায়ের, আমতা কেন্দ্র যুব আই এন টি ইউ সি এর সভাপতি মনতাজ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ,
শ্যামপুর কেন্দ্র কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি, নেতৃত্বে ছিলেন শ্যামপুর কেন্দ্র কংগ্রেসের সভাপতি আতিয়ার রহমান খান প্রমুখ