মহিয়াড়ি রাণীবালা স্কুলে অভিনব পড়াশোনা, সেখানে নো ব্যাকবেঞ্চার






নিজস্ব সংবাদদাতা, হাওড়া:  

 তরুছায়ায় শান্তিনিকেতনে খোলা আকাশের নীচে মুক্ত পরিবেশে ছাত্র ছাত্রীদের শিক্ষাদানের পটভূমিকা আজ অতীত। বর্তমান কংক্রিটের সভ্যতায় হাঁসফাঁস করছে শিক্ষা অঙ্গণ।
অতিরিক্ত পড়ার চাপে শিশুদের মন আজ হয়েছে যান্ত্রিক । তবে হাওড়ার বাঁকড়া চক্রের মহিয়াড়ি রানীবালা কুন্ডু চৌধুরী প্রাথমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার আনন্দ ফিরে পেয়েছে ছাত্রীরা।  এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুবজ্যোতি সেনের  চিন্তাভাবনায় তৈরি হয়েছে " নো ব্যাকবেঞ্চার" "  জয়ফুল লার্নিং "। অর্থাৎ একটি কি দুটি সাড়িতে বিদ্যালয় কক্ষের চারিদিকে ছাত্রীরা বসছে।  ছাত্রীদের  বিদ্যালয়ের কক্ষের বেঞ্চে   ইউ আকৃতির মত বসানো হচ্ছে । এরফলে শিক্ষক শিক্ষিকারা সবার কাছে  প্রতক্ষ্যভাবে পৌঁছে যাচ্ছেন ও সবাইকে সুন্দরভাবে পড়াতে পারছেন। এরকম পরিবেশে পড়াশোনা করে  ছাত্রীরাও খুশি।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com