অনুষ্ঠান করে নয় , ইঁটভাটার শ্রমিকদের গরীব ছেলে মেয়েদের নিয়ে হল জন্মদিন পালন






নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 
জন্মদিন হল। তবে হলঘর ভাড়া করে নয়। আত্মীয় স্বজনদের সঙ্গেও নয়। ইঁটভাটার শ্রমিকদের গরীব  ছেলে মেয়েদের  সঙ্গে নিয়ে পালিত হল জন্মদিন। হাওড়ার জগাছার ফুলবাগানের বাসিন্দা চৌধুরী এন্টারপ্রাইজের সুশান্ত চৌধুরী ও পায়েল চৌধুরী তাদের মেয়ের জন্মদিন এভাবেই পালন করলো। তাদের মেয়ে সম্পূর্ণা চৌধুরীর সপ্তম বর্ষ জন্মদিন পালিত হল খোলা আকাশের নীচে, ইঁটভাটার শ্রমিকদের গরীব ছেলে মেয়েদের হাসিতে। রবিবার হাওড়ার দেউলটি লাওপালা গ্রামে একটি ইঁটভাটায়  পালিত হল সম্পূর্ণার জন্মদিন। পিতা সুশান্ত চৌধুরী ও মাতা পায়েল চৌধুরীর পক্ষ থেকে এই ইঁটভাটার শ্রমিকদের ছেলে মেয়েদের দেওয়া হল নতুন জামা প্যান্ট, দুপুরে পেটভরে খাবার ও জন্মদিনের কেক। সম্পূর্নার বাবা সুশান্ত চৌধুরী জানান , এভাবে জন্মদিন পালন করতে পেরে তাঁরা খুব খুশি। এখানকার প্রায় চল্লিশ জন ছেলে মেয়েদের এই জন্মদিনে সামিল করা হয়েছিল । 





চিরাচরিত নিয়ম ভেঙে এই গরীব ছেলে মেয়েদের সঙ্গে জন্মদিন পালনে একটা আলাদা তৃপ্তি আছে বলে তিনি জানান । এই জন্মদিন পালন অনুষ্ঠানে চৌধুরী এন্টারপ্রাইজের সকল কর্মীরা উপস্থিত ছিলেন । প্রসঙ্গত উপহারের আশা নয়। উপহার দেওয়ার এই জন্মদিন পালনে ছিল লাওপালা গ্রামের গরীব ছোট ছোট ছেলেমেয়েদের বুকে উন্মুক্ত খোলা আনন্দের আকাশ ।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com