আন্তর্জাতিক ক্যারাটে চাম্পিয়নশিপে সফল ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হল




নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 

ঈশান নস্কর, ইমন নস্কর, অহনা মন্ডল , অঙ্কনা প্রামানিক । এরা প্রত্যেকে আন্তর্জাতিক ক্যারাটে চাম্পিয়নশিপে কেউ সোনা ও কেউ রুপোর পদক জিতেছে। এরা প্রত্যেকেই হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা ।

 এবার   হাওড়ার ডোমজুড় এলাকার এইসব  খেলোয়াড়দের পাশে দাঁড়ালো স্বেচ্ছেসেবী সংস্থা। বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের তেঁতুলকুলিতে আয়োজিত এক অনুষ্ঠানে  নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত    আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সফল ডোমজুড়ের চার ক্রীড়াবিদদের পুরস্কৃত ও সংবর্ধিত করল মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্ট । পাশাপাশি ডোমজুড়ের শলপ এলাকার জমা জলে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রান সামগ্রী তুলে দিল এই সংগঠন এদিনের অনুষ্ঠানে । এই অনুষ্ঠানে মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের সঙ্গে সহযোগিতায় ছিল এনজিও সংকল্প টুডে। এই ট্রাস্টের সভাপতি মন্টু কুমার সাঁতরা জানান , এই ক্রীড়াবিদরা হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা । এরা কেউ সোনা ও কেউ রুপোর পদক জিতেছে। তাদের উৎসাহিত করার জন্যই এই অনুষ্ঠান। এই সমস্ত ক্রীড়াবিদদের যে কোনও সমস্যায় তাঁরা আছেন বলে জানান তিনি । এই ট্রাস্টের আরও এক সক্রিয় সদস্য ডাক্তার রাজেস কুমার রজক জানান, ক্যারাটে চাম্পিয়নশিপে শলপ এলাকার এই সমস্ত ক্রীড়াবিদরা রাজ্যের নাম উজ্জ্বল করেছে। তাই তাঁরা ভবিষ্যতে যাতে আরও উন্নতি করতে পারে তাই এই অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হল। পাশাপাশি হাওড়ার শলপ এলাকায় অনেকে জমা জলের মধ্যে পড়ে আছেন। তাদের ঘরে জল ঢুকে গিয়েছে । তাই এই ট্রাস্টের পক্ষ থেকে তাদের খাবার ও ত্রাণ সামগ্রী দেওয়া হল বলে তিনি জানান । এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন 
মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের সম্পাদক ভাস্কর সাঁতরা, সংকল্প টুডের সম্পাদক ইমতিয়াজ ভারতীয়া, চিকিৎসক মনোরঞ্জন দেয়াশী ,  চিকিৎসক রাজীব কুমার, চিকিৎসক আচ্ছেলাল প্রজাপতি, চিকিৎসক সুজিত সিং প্রমুখ।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com