৭৯ তম স্বাধীনতা দিবস পালন,হুগলির বৈদ্যবাটি




79 তম স্বাধীনতা দিবস পালিত হলো হুগলির বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘের ক্লাব প্রাঙ্গণে। পতাকা উত্তোলন করেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না, সৈয়দ মুর্তজা আলি,ক্লাব সেক্রেটারি রাজিব আলি।




এদিন সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলেন আবু আফজাল জিন্না - 1947 সালে দেশ স্বাধীনতা অর্জন করেছিল বৃটিশদের হাত থেকে। ইতিহাস ভুলে গেলে হবে না, ভগত সিং ক্ষুদিরাম বসু মাতঙ্গিনি হাজরা রা যেমন জীবন দিয়েছে ঠিক তেমন বৃটিশদের বিরুদ্ধে জীবন দিয়েছে আশফাকুল্লাহ,জাফর থানেশ্বরি,কর্নেল শাহনাওয়াজ খান,সুরাইয়া বাদরুদ্দিন তাইয়েবজী। এবং হাজার হাজার উলামা হজরত গন শাহাদতী বরন করেছে দেশকে ভালবেসে।সৈয়দ মুর্তজা আলি বলেন নতুন প্রজন্ম আসল ইতিহাস মুল্যায়ন করুক জানতে পারবে ভারতবর্ষ গনতান্ত্রিক এক দেশ যে দেশে সব ধর্মের মানুষ বসবাস ধর্মীয় ভাবে কোন ধর্মের মানুষ অন্য কোন ধর্মের মানুষ কে আঘাত করেনা, 





কিন্তু দুঃখের বিষয় আজকে রাজনৈতিক স্বার্থে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে। ক্লাব সেক্রেটারি রাজিব আলি সকল দেশবাসীকে অভিনন্দন ও সুভেচ্ছা জানিয়েছে।দেশবাশীর কল্যাণ কামনা করে দোয়া করা হয় ও শেষে কচিকাঁচাদের বিস্কুট,লজেন্স, মিষ্টি ইত্যাদি বিতরন করা হয়।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com