আজ বুধবার ২০/৮/২০২৫, হাওড়া জেলার আমতা-১ ব্লকের সিরাজবাটি চক্রের অন্তর্গত,সোনামুই উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের আয়োজনে ছিল, প্রতি বছরের ন্যায় এ বছরের রান্না পুজোর মেনু।রান্না পুজো এই ভাদ্র মাসে অনুষ্ঠিত একটি সর্বজন বিদিত গ্রামবাংলার পরোব।আজকের মেনুতে ছিল ভাত, মুগের ডাল, মাছের মাথা দিয়ে পুই শাক চচ্চড়ি,ইলিশমাছ,কাটাপোনা মাছ এর ঝাল,চিংড়ি মাছের মালাইকারি,আলু,কুমড়ো,বেগুন,ইত্যাদি নানা প্রকার ভাজা,চালতার চাটনি ও গুড়ের নারকেল নাড়ু। এই রান্নার আয়োজন দেখতে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের ও আগমন হয়।এদের মধ্যে হাওড়া জেলার মিড ডে মিল দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয়া শুক্লা গাঙ্গুলী,আমতা-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শ্রীমতী জয়শ্রী বাগ মহাশয়া,হাওড়া জেলার আমতা-১ ব্লকের সিরাজবাটি চক্রের এস আই মাননীয় দীপঙ্কর কোলে মহাশয় ও ওনার সহকর্মীরা প্রমুখ বিশেষ ভাবে উল্লেখযোগ্য।
এছাড়াও, সংলগ্ন ফতেসিং নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় দয়াময় ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন।জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সব স্তরের ৬৪ জন ছাত্র ও তাদের কিছু উৎসাহী অভিভাবকদের যোগদান ছিল বিশেষ লক্ষনীয়।বিদ্যালয়ের মোট ছাত্র ৬৬ জন।
ছাত্রদের পাতে এই সব হরেক রকম খাবার একে একে পড়ার সাথে সাথেই তাদের মুখ খুশিতে ভরে ওঠে।সব মিলিয়ে স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সুমন্ত সাউ মহাশয়, অন্যান্য সহকারী শিক্ষকগন ও স্কুলের দুই মিড ডে মিল কর্মীর সার্বিক সহযোগিতায়, এই আয়োজন প্রতিবছরের ন্যায় এবছরেও দারুন সাড়া ফেলে সোনামুই গ্রামবাসী জনের মধ্যে।