একই পরিবারের তিন জনের মৃত্যু:মালদা

 মালদা, বিশ্বজিৎ মন্ডল;

একই পরিবারের তিনজনের মৃত্যু মৃত্যু। ঘটনা টি ঘটেছে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চক বাহাদেবপুর গ্রামে। 



 কয়েক ঘণ্টার ব্যবধানে রহস্যজনকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ল একই পরিবারের তিন সদস্য। এক মহিলা, মহিলার দশ বছরের শিশুকন্যা এবং তার বৃদ্ধা শাশুড়ির মৃত্যুর ঘটনায় জোর চাঞ্চল্য ছড়াল মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চক বাহাদেবপুর এলাকায়। জানা গেছে, মৃতদের নাম বুল্টি মন্ডল, বয়স ৩৫ বছর। তার দশ বছরের মেয়ে পিউ মান্ডল এবং ৬৫ বছরের শাশুড়ি পুষ্প মন্ডল। পরিবার সূত্রে খবর, বুধবার পরিবারের নয়জন সদস্য খাসির মাংস দিয়ে ভাত খেয়ে রাতে ঘুমাতে যান। কিন্তু বৃহস্পতিবার ভোর হতে না হতেই বুল্টি মন্ডল, তার মেয়ে পিউ মন্ডল এবং শাশুড়ি পুপ মন্ডল অসুস্থ বোধ করেন। এরপর তারা বাড়ির টিউবওয়েলের জল খান। জল খাওয়ার পর তারা নাকি আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাদের প্রথমে ইংরেজবাজার এলাকার এক বেসরকারি নার্সিংহোমে ভরতি করেন। সেখানে মৃত্যু হয় বৃষ্টি মন্ডলের। 



এরপর বাকি দুজনকে নিয়ে আসেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন বিকালের দিকে ১০ বছরের বালিকা পিউ মন্ডলে প্রথমে মৃত্যুর কলে ঢলে পড়ে এবং রাতের দিকে বৃদ্ধা পুষ্প মন্ডলের মৃত্যু হয় বলে খবর। স্বভাবতই একই পরিবারের তিন সদস্যদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হয়। তবে কী কারণে এই মৃত্যু সেই ব্যাপারে এখনও সঠিক কিছু জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com