এশিয়াডে অংশগ্রহণ করবে হাওড়ার মেয়ে পিঙ্কি




নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 

কিছুদিন পরেই এশিয়াড গেমস অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। সেখানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা পিঙ্কি শাসমল। তিনি হাওড়ার ডোমজুড়ের মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের একজন সদস্যা ।

 বুধবার সন্ধ্যায় এই ট্রাস্টের উদ্যোগে আয়োজিত  এক সেবামূলক অনুষ্ঠানে এই কথা ঘোষণা করলেন মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের সভাপতি মন্টু কুমার সাঁতরা ও অন্যতম সক্রিয় সদস্য ডাক্তার রাজেস কুমার রজক। তাঁরা বলেন এই ট্রাস্টের সদস্যা পিঙ্কি শাসমল এশিয়াডে থাইল্যান্ডে ওয়েটলিফ্টিং এ অংশগ্রহণ করবেন। ও দেশের হয়ে যাতে সফল  হয় সেই কামনা করি। ওকে আমরা সবরকম সহযোগিতা করবো।  
ও  আমাদের গর্ব যে হাওড়ার মেয়ে আমাদের সংগঠনের সদস্যা  এশিয়াডে অংশগ্রহণ করবে। প্রসঙ্গত এদিন স্বেচ্ছেসেবী সংগঠন মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় হাওড়া চারজন কৃতী ক্রীড়াবিদদের সম্বর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানেই সংগঠনের দুই শীর্ষ সদস্য মন্টু কুমার সাঁতরা ও ডাক্তার রাজেস কুমার রজক এই কথা ঘোষনা করেন। মূলত এদিন জমা জলে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ বিলি করা হয় এই অনুষ্ঠানে ।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com