শুভেন্দুর গড়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে খাতা খুলতে পারলো না বি জে পি






ভগবানপুর এক ব্লকের কোটবাড় গ্রাম পঞ্চায়েতের দ্বারিকাচক শ্যামচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে আবারও স্পষ্ট হল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। আজকের এই নির্বাচনে বিজেপির একটিও প্রার্থী জয় লাভ করতে পারেননি।

আজ অনুষ্ঠিত হলো দ্বারিকাচক শ্যামচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন।
মোট ৯টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ৯ টিতে তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে।রাম বাম জোট প্রার্থী দিয়েছিল।মোট ভোটার ৬২৮ পোল হয়েছে ৫৩২ রিজেক্ট ২২। বৃষ্টি মাথায় নিয়ে কর্মী সমর্থক রা জয়ের আনন্দে আত্মহারা হয়ে উঠেন। ভগবান পুর ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা বলেন আজকের আবার প্রমাণ করলো ভগবান পুরের মানুষ জন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয় রয়েছে।


এলাকার সকল ভোটার দের সুভেচ্ছা জানায় ।সকল নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নিয়ে মিছিল করেন ভগবান পুর ১ পঞ্চায়েত সমিতির তৃনমূল কংগ্রেসের সৈনিক সভাপতি অরুপ সুন্দর পন্ডা সুভেচ্ছা ও অভিনন্দন জানান।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com