নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া
পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন — সবুজ উদ্যোগে হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশ
শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবস,এই উপলক্ষে হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশের উদ্যোগে গ্ৰামীন জেলার জেলার সমস্ত থানায় অনুষ্ঠিত হলো বাইক র্যালি এবং বৃক্ষরোপণ কর্মসূচি।
শুক্রবার উলুবেড়িয়ায় এই কর্মসূচির শুভ সূচনা করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী পুলক রায়, এবং হাওড়া (গ্রামীণ) জেলার পুলিশ সুপার সুবিমল পাল ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকগন।
এছাড়াও সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা।
গ্ৰামীন জেলার প্রত্যেক থানায় জন প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পুলিশ কর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
এই অনুষ্ঠানের পর প্রায় ৩৫০০টি চারা গাছ—রোপণ করা হয় জেলার বিভিন্ন বিদ্যালয় ও প্রতিষ্ঠানে । এই সবুজ উদ্যোগের মূল উদ্দেশ্য গ্লোবাল ওয়ার্মিং-এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও একটি সুস্থ-সুন্দর পরিবেশ গড়ে তোলা।
সকলের কাছে আবেদন—সঠিক জাল ফেন্সিং দিয়ে চারাগাছগুলো রক্ষা করুন, যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উপহার গড়ে তুলতে পারে এবং আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পরিবেশ উপহার দিতে পারা যায়।