শিব ভক্তদের খাওয়ানো হচ্ছে চার বেলা । তাঁদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য দেওয়া হচ্ছে ওআরএস। শুধু তাই না তাঁদের জন্য রাখা হয়েছে মেডিকেল ক্যাম্প । যেখানে চারজন চিকিৎসক ও কুড়ি জন স্বাস্থ্য কর্মী নিযুক্ত আছেন। আছে অ্যাম্বুলেন্স পরিষেবাও। সব কিছুই হচ্ছে বিনা মূল্যে ।
এই আয়োজন এক দিন দুদিনের নয়। পুরো এক মাস ধরে চলছে এই আয়োজন। যার প্রতীকী নাম শ্রাবণ মাসের শ্রাবনী মেলা। আয়োজন শুরু হয়েছিল হাওড়ায় । ছাতা টাঙানো হয়েছিল হাওড়ার ডোমজুড়ে। যার ছায়া গিয়ে পড়েছে সিঙ্গুরের তাপসী মালিক কৃষি বাজারের উল্টো দিকে। প্রতিবছরের মত এ বছরও হাওড়ার সংগঠন মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের পক্ষ থেকে তাপসী মালিক কৃষি বাজারের উল্টোদিকে চলছে এই শিবির । এই সংগঠনের সভাপতি মন্টু কুমার সাঁতরার উদ্যোগে এই অনুষ্ঠানটি সংঘটিত হচ্ছে । সঙ্গে আছেন অবনী কোলে ও অষ্টা সাঁতরা। এই মেডিক্যাল ক্যাম্পে চারজন চিকিৎসকের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার মনোরঞ্জন দেয়াশী , ডাক্তার রাজেস কুমার রজক, ডাক্তার রাজীব কুমার শর্মা ও ডাক্তার সুজিত সিং। এছাড়াও আছেন কুড়ি জন স্বাস্থ্যকর্মী । মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের সভাপতি মন্টু কুমার সাঁতরা জানান প্রতিবছরের মত এ বছরও তাঁরা এক মাস ব্যাপী যে সমস্ত শিব ভক্তরা শিব ঠাকুরের মাথায় জল ঢালছেন তাঁদের এই ভাবে সেবা করছেন।