আটক নওশাদ সিদ্দিকী সহ একাধিক, কলকাতা








নিজস্ব প্রতিনিধি,কলকাতা,

ওয়াকফ নিয়ে আন্দোলনের জন্য মাঠে নামতেই আটক রাজ্যের সংখ্যলঘু নেতৃত্ব, বুধবার কলকাতার ধর্মতলা থেকে আটক হয়েছে মুহাম্মদ কামারুজ্জামান, বিধায়ক নওশাদ সিদ্দিকী, সারওয়ার হাসান,হাকিমুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ সহ আরও অনেকে। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকী কে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com