ইমাম মোয়াজ্জেম এ্যাসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালন, উলুবেড়িয়া









অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেম এ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাষ্টের হাওড়া জেলা শাখার উদ্যোগে উলুবেড়িয়ার মহিশালীতে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস।





 পতাকা উত্তোলন, শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ,সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো। পতাকা উত্তোলন করেন উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক, তিনি সকল স্বাধীনতা সংগ্ৰামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন বলেন প্রত্যেক মানুষের উচিত স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী স্বাধীনতা সংগ্ৰামী ড: মৌলানা আবুল কালাম আজাদের জীবনী পাঠ করা এবং তাকে অনুসরণ করা।







 তাহলে আমাদের জাতীয়তাবোধ আরো প্রস্ফুটিত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক জনাব সেখ আয়ুব আলী, সভাপতি হাফেজ ইদ্রিস আলী, চেয়ারম্যান সেখ খায়রুল বাসার, সহসভাপতি কাজী ওলিওর রহমান,





 সমাজসেবী প্রসেনজিৎ গাঙ্গুলি,বাপন মোল্লা, ইমামুল মল্লিক,রহিম মীর প্রমুখ।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com